Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের
ছবি
ডাউনলোড

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের মাঝিয়াস্থল গ্রামের ফরিদুল ইসলাম এর স্ত্রী মোছাঃ শিউলি বেগম । তার স্বামী একজন বর্গাচাষী । প্রথম দিকে সংসার ভালভাবে চললেও ছেলে মেয়ে জন্মানোর  পর থেকে সংসার চালাতে হিমশীম খেতে হয় । বারতি আয় করে স্বামীকে সহায়তা করার প্রবল ইচ্ছা তার, কিন্তু কিভাবে সাহায্য করবে ভেবে পাচ্ছিল না । ভাগ্য তাকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী প্রগতি কর্মসূচীর গ্রামসংগঠক  বিথী রানীর সাথে পরিচয় করে দেয়। বিথী রানীর পরামর্শে শিউলি বেগম ২০১২ সালে মাঝিয়াস্থল মহিলা দলের সদস্যা হন। এবং দলের নিয়ম কানুন মেনে নিয়মিত সঞ্চয় জমা করেন। ২০১৩ সালে অত্র প্রতিষ্ঠান থেকে গরু মোটা তাজা করনের লক্ষ্যে প্রথম দফায় ১০,০০০/-টাকা ঋণ গ্রহন করেন। উপজেলা বিআরডিবি অফিসের সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে গরু মোটা তাজা করার সঠিক নিয়ম কানুন জেনে গরু মোটাতাজা করে তিনি ভাল লাভের মুখ দেখেন। তার গৃহীত ঋণ পরিশোধ করেন। এভাবে গরু মোটাতাজা করে  এবং অত্র প্রতিষ্ঠান থেকে ৬ষ্ঠ দফায় মোট ২.০০ লক্ষ টাকা ঋণ নিয়ে সফল ব্যবহারের ফলে এখন তার গরুর সংখ্যা ৫টি । প্রতিদিন গরুর দুধ বিক্রি করে ৩০০-৪০০/-টাকা আয় করেন । তার আয় পরিবারের আর্থিক অভাব দুর করেছে । ছেলে মেয়েরা নিয়মিত স্কুলে যাচ্ছে  এবং স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে। বিআরডিবির সেবায় তিনি অভাব থেকে বের হয়ে এখন স্বাবলম্বী হয়েছেন। তিনি এবং তার পরিবার বিআরডিবির তদারকি ঋণ সেবার কার্যক্রমের কাছে চির কৃতজ্ঞ।